চাল কালোবাজারির সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি প্রদানের নির্দেশ খাদ্যমন্ত্রীর

প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২০

অনলাইন ডেস্ক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ওএমএসের চাল কালোবাজারির সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করার জন্য নির্দেশ প্রদান করেছেন।

সব জেলা প্রশাসক ( ডিসি) ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের (আরসি ফুড) কাছে পাঠানো এক চিঠিতে খাদ্যমন্ত্রী আজ এ নির্দেশ প্রদান করেন।
চিঠিতে খাদ্যমন্ত্রী উল্লেখ করেন, ‘ইদানিং কিছু পত্রপত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানা যাচ্ছে যে কতিপয় ব্যক্তি ওএমএসের চাল কালোবাজারে বিক্রি করছে। যা এই কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করছে।’

ইতোমধ্যে দেশের কয়েকটি জায়গায় ওএমএসের চালসহ কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরাও পড়েছে উল্লেখ করে তিনি খাদ্যবান্ধব কর্মসূচি/ওএমএস কার্যক্রমে যে কোন প্রকার অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কঠোর শাস্তি প্রয়োগ করার নির্দেশ দেন। (বাসস)