গৌরীপুর অচিন্তপুর ইউনিয়নে ডোর টু ডোর ফ্রি রিলিফ সার্ভিস চালু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২০ কমল সরকার,গৌরীপুর : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন ও ছিন্নমূল মানুষের ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৩নং অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর। শুক্রবার (১০এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, হটলাইনে কল বা ম্যাসেজ দিলে ঘরে পৌঁছে দিচ্ছেন ত্রাণ সামগ্রী। ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার জন্য প্রশাসনিক’ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও কর্মীদের নিয়ে ‘স্বেচ্ছাসেবকথ টিম গঠন করা হয়েছে। তারা মোটর সাইকেল যোগে প্রত্যেকের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়ে আসছেন। চেয়ারম্যান বলেন কেউ ত্রাণ সামগ্রী নেয়ার জন্য ঘর থেকে বের হবে না। এ জন্য তিনি চালু করেছেন ‘ ডোর টু ডোর ফ্রি রিলিফ সার্ভিসথ। তিনি আরো বলেন, আপনাদের কারো ঘরে যদি খাবারের সংকট থাকে এবং কারো কাছে চাইতে সংকোচ বোধ করেন তাদেরকে বলছি, আপনারা বিনা সংকোচে গৌরীপুর উপজেলা পরিষদের হট নাম্বার ০১৬২০-৩৯৪৯৫০ :০১৬৪৫-৭৯১৩৩০নাম্বারে কল দিবেন। আপনার নাম, পিতা/স্বামীর নাম, গ্রাম/মহল্লা, ইউনিয়ন ও মোবাইল নাম্বার বলবেন, ত্রাণ আপনার ঘরে পৌঁছে দেয়া হবে। গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি” অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর বলেন, সরকারি নির্দেশনা মেনে চলুন, নিজ বাড়িতে অবস্থান করুন। ত্রাণ সামগ্রী নিতে কেউ বাহিরে বের হবেন না। করোনামুক্ত বাংলাদেশ গড়তে চাই আপনাদের সহযোগিতা। তাই ঘরে থাকুন, করোনা ভাইরাসকে দূরে রাখুন। সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারাও পেশাগত দায়িত্ব পালনে সতর্ক থাকবেন, প্রয়োজনে স্বাস্থ্যবিধি অনুযায়ী পোষাকে ঘটনাস্থলে যাবেন। জাতির বিবেক হিসাবে বর্তমান পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে আপনাদের দায়িত্ব পালন জাতির নিকট স্মরণীয় হয়ে থাকবে। Share this:FacebookX Related posts: গৌরীপুর পৌরসভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গৌরীপুরে পৌর মেয়র সৈয়দ রফিকের মতবিনিময় গৌরীপুরে তিথী হত্যার বিচারের দাবিতে আইডিয়াল কিন্ডার গার্টেনের বিক্ষোভ গৌরীপুরে শিশু ছেলের সাথে খেলা নিয়ে ঝগড়া, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বাবার গৌরীপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ চার শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গৌরীপুর এসএসসি ৯৫ ব্যাচের মানববন্ধন গৌরীপুর কাঁচা বাজার সমিতি গঠিত গৌরীপুর সরকারী কলেজ অভ্যন্তরে প্রাচীন স্থাপনা না ভাঙ্গার দাবী গৌরীপুর ডৌহাখলা ইউনিয়নে ২১১জন অসহায়দের মাঝে ভাতাবহি বিতরণ গৌরীপুর বিদ্যুত অফিসে অগ্নিদগ্ধ বিদ্যুৎকর্মী হবি’র অবস্থা সংকটাপন্ন গৌরীপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীদের জরিমানা গৌরীপুর পৌরসভার পক্ষে লাইসেন্স পরিদর্শক আতাউর রহমানকে সংবর্ধনা SHARES Matched Content দেশের খবর বিষয়: ‘ডোর টু ডোরঅচিন্তপুরইউনিয়নেগৌরীপুরফ্রি রিলিফসার্ভিস চালু