কৃষিবিদ সামীউল আলম লিটন আড়াই হাজার মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছেন

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০

কমল সরকার,গৌরীপুর: করোনা সংকট মোকাবেলায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় দুস্থদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার কার্যক্রম (৭ এপ্রিল) শুরু করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি কৃষিবিদ ড. সামীউল আলম লিটন।

তিনি এ উপজেলার পৌরসভাসহ ১০ টি ইউনিয়নে প্রায় আড়াই হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা দিবেন। পজেটিভ থিংক ফাউন্ডেশনের ব্যানারে গত দুথদিনে দলীয় নেতা-কর্মী’ স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সিধলা ও মইলাকান্দা ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার(১০ এপ্রিল) নিজ ভাংনামারী ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করবেন সামীউল আলম লিটন।

এ বিষয়ে নিশ্চিত করে উপজেলা যুবলীগের সাবেক সদস্য শহিদুল ইসলাম জানান, করোনা সংকট মোকাবেলায় সামীউল আলম লিটনের উদ্যোগে পর্যায়ক্রমে গৌরীপুর উপজেলায় প্রায় আড়াই হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এর আগে প্রতিটি ইউনিয়নে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন সামীউল আলম লিটন।