রাণীনগরে আবারও ১৮বস্তা ওএমএস এর চালসহ আটক এক

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০

নওগাঁ প্রতিনিধি :- নওগাঁর রাণীনগরে আবারো চাল উদ্ধার হয়েছে।বুধবার রাতে উপজেলার জলকৈ গ্রাম থেকে ১৮ বস্তা ওএমএস এর চাল উদ্ধারসহ শাহিন আলম (৩২) নামে একজনকে আটক করা হয়েছে। আটক শাহিন ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

জানাগেছে,আটক শাহিন আলম সরকারের খাদ্যবান্ধ কর্মসূচীর (ওএমএস) ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ১৮ বস্তা চাল ক্রয় করে বাড়ীতে মজুত করে। বিষয়টি স্থানীয়দের মধ্যে জানা জানি হলে বুধবার দিনগত রাত অনুমান ১১টা নাগাদ বাড়ী থেকে অন্যত্র সরিয়ে ফেলার সময় লোকজন আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংবাদ দেয়।

এর পর নির্বাহী কর্মকর্তা থানাপুলিশকে জানালে পুলিশ রাতেই ৩০ কেজির ১৮ বস্তা চাল উদ্ধার করে এবং শাহিন আলমকে আটক করে থানায় নিয়ে যায়। তবে উদ্ধারকৃত চাল একডালা ইউনিয়ন পরিষদে হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা আল মামুন ।

এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা। এর আগে গত ২ এপ্রিল উপজেলার কালীগ্রাম ইউনিয়নের রাতোয়াল শলগাড়ীয়া পাড়া গ্রামের ব্যবসায়ী আয়েত আলীর (৬৫) বাড়ী থেকে সাড়ে পাঁচ টন চাল উদ্ধার করেন নির্বাহী কর্মকর্তা।