চরফ্যাশনে ৪ বাড়ি লকডাউন

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জ ও কালীগঞ্জ থেকে এসে আত্মগোপন করায় ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার ৪ বাড়ি লকডাউন করা হয়েছে। করোনার সংক্রমণ ছড়াতে পারে সন্দেহে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন নীলকমল ইউনিয়নের চরযমুনা গ্রামের ৪টি বাড়ি লকডাউন করে দেন।

ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম জানান, ৪টি বাড়ির ৬টি পরিবার নারায়ণগঞ্জ ও কালীগঞ্জ এলাকায় শ্রমিকের কাজ করেন। পরিবার পরিজন নিয়ে সেখানে বসবাস করতেন। বুধবার গভীর রাতে চরযমুনা গ্রামে সর্দি, জ্বর, কাশি নিয়ে কালীগঞ্জ ও নারায়ণগঞ্জ থেকে এসে নিজ বাড়িতে আসে ৬টি পরিবার। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই এলাকার ৪টি বাড়ি লকডাউন করার নির্দেশ দেন। স্থানীয় চেয়ারম্যান আলমগীর হালাদারের উপস্থিতিতে এসব বাড়ি লকডাউন করা হয়েছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ৬টি পরিবার নারায়ণগঞ্জ ও কালীগঞ্জে শ্রমিকের কাজ করতেন। বুধবার রাতে নীলকমল ইউনিয়নের চরযুমনা গ্রামে নিজ বাড়িতে আসে তারা। স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে করোনা ভাইরাসের সংক্রমণ ছাড়াতে পারে সন্দেহে ওই গ্রামের ৪টি বাড়ি লকডাউন করা হয়েছে। তাদেরকে বাড়ি থেকে বের না হতে নির্দেশ দেয়া হয়েছে।