দেশে করোনায় নতুন করে ১১২ জন আক্রান্ত, মৃতের সংখ্যা ২১ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০ অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনার ছোবলে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১ জনে। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। নিজ বাসা থেকে এই অনলাইন বুলেটিনে যোগ হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আরও ১১২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩০ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।’ অনলাইনে বুলেটিন উপস্থাপনকালে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। গত ০৮ মার্চ বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়। আর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর জানায় আইইডিসিআর। করোনা ভাইরাস প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে জরুরি সেবা ছাড়া সব যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এই ছুটি আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। Share this:FacebookX Related posts: কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস শুক্রবার আজ রক্তস্নাত বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন বঙ্গবন্ধু করোনায় অর্থনীতির নেতিবাচক প্রভাব তুলে ধরলেন প্রধানমন্ত্রী চাল কালোবাজারির সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি প্রদানের নির্দেশ খাদ্যমন্ত্রীর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শাহেদের মামলার তদন্ত করবে র্যাব নৌবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন শাহীন ইকবাল এক দিনে করোনায় আক্রান্ত ২২০২ জন প্রধানমন্ত্রীর নির্দেশে স্থগিত ডিসি সম্মেলন কৃষি সমৃদ্ধির উৎকর্ষে আসে খাদ্য নিরাপত্তার স্বস্তি : প্রধানমন্ত্রী করােনার টিকা নিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ SHARES Matched Content জাতীয় বিষয়: