তেঁতুলিয়ায় এক কিশোরের আত্মহত্যা

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০

এন এ রবিউল হাসান লিটয়, পঞ্চগড় প্রতিনিধি ; পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় হৃদয় (১৫) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ৮এপ্রিল (বুধবার) দুপুরে উপজেলার রণচণ্ডী এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত হৃদয় ওই এলাকার নাসির উদ্দীনের ছেলে।

পারিবারিকসূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যরা নিজ ঘরের মধ্যে হৃদয়কে ঝুলন্ত অবস্থায় দেখে। পরে তাকে দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তেঁতুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করেছে।

তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আবুল কাশেম জানান, হৃদয়কে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল ইমলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেন।