জয়পুরহাটে সেচ্ছায় ‘লকডাউন’ দুই গ্রাম

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় গ্রামবাসীকে নিরাপদ রাখতে জয়পুরহাটের দুই গ্রাম সেচ্ছায় ‘লকডাউন’ করেছে বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল থেকে লকডাউন শুরু হয়েছে। গ্রাম দুটি হলো, সদর উপজেলার আমদই ইউনিয়নের পাইকর বালকাপাড়া গ্রাম ও পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের পশ্চিম বাজিতপুর গ্রাম।

পাইকর বালকাপাড়া গ্রামের আহসান হাবীব জানান, মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় গ্রামবাসীর সহযোগিতায় আমরা যুবসমাজ গ্রামবাসীর নিজ ইচ্ছেতে লকডাউন করেছি। গ্রামবাসী ও নিজেদের নিরাপদে রাখতে নিজ নিজ বাড়িতে অবস্থান করাসহ জরুরি কোন যানবাহন ব্যতিত বহিরাগতদের গ্রামে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

তিনি জানান, তবে জরুরি প্রয়োজনে গ্রাম থেকে বাইরে ও বাইর থেকে গ্রামে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। অযথা বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হলে আমরা তাদের বুঝিয়ে আবার বাড়ি ফিরে যেতে অনুরোধ করছি। মহামারী করোনা ভাইরাসের এই সময়ে কোন আত্মীয়-স্বজন গ্রামে যেন বেড়াতে না আসে সে বিষয়ে সবাইকে অনুরোধ করা হচ্ছে।

আহসান হাবীব জানান, লকডাউনের ফলে গ্রামবাসীর কোন রকমের দুর্ভোগ যেন সৃষ্টি না হয়, সে বিষয়টিও খেয়াল রাখা হচ্ছে। কারো খাবার প্রয়োজন হলে বা অতি প্রয়োজনীয় কাজ আমরাই দায়িত্ব নিয়ে করে দিচ্ছি। বহিরাগত কেউ যেন গ্রামে ঢুকতে না পারে সে জন্য গ্রামের মোড়ে মোড়ে বসানো হয়েছে টহল।

এ বিষয়ে স্থানীয় মেম্বার ফরিদ উদ্দিন সবুজ জানান, করোনা ভাইরাসের প্রভাব এবং বিস্তাররোধে গ্রামবাসীকে নিরাপদে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে তারা লকডাউনের মতামত দিয়েছেন। সে জন্য স্থানীয় যুবসমাজের উদ্যোগে গ্রামকে লকডাউন করা হয়েছে। গ্রামে অনেকে ঢাকা থেকে এসেছে আমরা তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলেছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় জানান, দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সে ক্ষেত্রে গ্রামের সকলে নিরাপদে থাকতে যে উদ্যোগ নিয়েছে সেটি একটি ভালো উদ্যোগ যদি কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়।

অপরদিকে, পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের পশ্চিম বাজিতপুর গ্রামকেও বাসিন্দারা নিজ উদ্যোগে ’লকডাউন’ ঘোষণা করেছে বলে জানা গেছে।