পঞ্চগড়ে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কিশোরীর মৃত্যু

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুর খবর পাওয়া গেছে। সে করোনাভাইরাসে আক্রান্ত ছিল কি না, তা জানা যায়নি তবে তার নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠানো হয়েছে।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানায়, ওই কিশোরী কয়েক দিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিল। দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসিনুর রহমান বলেন, ‘জ্বর-শ্বাসকষ্টে ওই কিশোরীর মৃত্যুর খবর পেয়ে আমরা করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান জানান, কিশোরীর লাশ বিশেষ সতর্কতার সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাফন কার্য সম্পন্ন হয়েছে।