আত্রাইয়ে পানিতে পড়ে বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে পানিতে পড়ে আমেনা বিবি (১১০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের পাইকারা গ্রামে বাড়ির পার্শের পুকুরের পানিতে পড়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়।

নিহত আমেনা বিবি পার্শ্বৃবর্তী রাণীনগর উপজেলার গোনা গ্রামের মৃত. জালাল উদ্দিনের স্ত্রী।

নিহতের পরিবারের বরাত দিয়ে এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন জানান, নিহত আমেনা বিবি দীর্ঘ দিন যাবৎ তার মিয়ের বাড়ি পাইকারাতে থাকেন। আজ বেলা ১২টার দিকে বাড়ির পার্শের পুকুরে গোসল করতে যায়। বাড়ি থেকে বেড়িয়ে যাওয়ার দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে। এরই এক পর্যায়ে পুকুরের পানিতে বৃদ্ধাটিকে দেখতে পায় তারা। এবং ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।