‘করোনায় খাদ্য ঘাটতি দেখা দিতে পারে’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০ অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের অবস্থার মতো ব্যাপক খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। তাই আমাদের উৎপাদন বাড়াতে হবে।’ মঙ্গলবার সকালে গণভবন থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে তিনি এসব কথা দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘যেকোন পরিস্থিতি যেন আমরা মোকাবিলা করতে পারি সে জন্য খাদ্য উৎপাদন করতে হবে এবং প্রস্তুত থাকতে হবে। আমরা উৎপাদন বাড়ালে বিদেশের কাছে হাত বাড়াতে হবে না। এমনকি উদ্বৃত্ত থাকলে আমরা তাদের সাহায্য করতে পারব।’ তিনি বলেন, ‘এটা শুধু আমাদের দেশে না সারাবিশ্বে প্রথম বিশ্বযুদ্ধের পর যে দুর্ভিক্ষ হয়েছিল তারপর কোটি কোটি লোক মারা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও আমরা একই অবস্থা দেখেছি। এটা নিয়ন্ত্রণ করতে হলে সবাইকে কাজ করতে হবে।’ শেখ হাসিনা বলেন, ‘করোনা নামক একটি ভাইরাস শুধু বাংলাদেশে নয়, বিশ্বে একটি প্রলয় সৃষ্টি করেছে। এটি দুর্ভাগ্যজনক। করোনা ভাইরাসের কারণে আজ সারাবিশ্ব স্থবির। এর প্রভাব বাংলাদেশে পড়েছে এবং এটা খুব স্বাভাবিক।’ তিনি বলেন, ‘আমরা শুরু থেকেই চেষ্টা করেছি এর প্রভাবে মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। সে জন্য আমাদের সতর্ক থাকতে হবে যেন এর প্রভাবে আমাদের দেশের মানুষের ক্ষতি কম হয়।’ Share this:FacebookX Related posts: করোনায় আক্রান্ত রোগী বহনে বিশেষ হেলিকপ্টার করোনায় নতুন আক্রান্ত ২০৯, প্রাণ গেল আরও ৭ জনের করোনায় ডাক্তারের মৃত্যুতে বিএমএ’র শোক করোনায় মৃত্যুর মিছিলে আরও ৪১ জন করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে ৩৮ জন করোনায় আরও ৪৪ মৃত্যু , শনাক্ত ৩২০১ করোনায় আরও ২২ জনের মৃত্যু করোনায় আরও ২১ জনের মৃত্যু করোনায় আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ১১২৫ ২৪ ঘণ্টায় করোনায় সুস্থতার হার ৭৮.৩২ শতাংশ করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত করোনায় আক্রান্ত ১০১৪ জন SHARES Matched Content জাতীয় বিষয়: করোনায়খাদ্য ঘাটতিদেখা দিতে পারে'