গৌরীপুরে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি জীবাণুনাশক স্প্রে

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

কমল সরকার,গৌরীপুর : করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে স্প্রে মেশিন কাঁধে ঝুলিয়ে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে জীবাণুনাশক ছিটিয়ে দিচ্ছেন ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার চকপাড়া হেলাল উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা প্রদীপ বাগচী।

তিন দিন ধরে তিনি চকপাড়া এলাকায় স্কুলের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে স্বেচ্ছাশ্রমে এ সচেতনতামূলক কাজটি চালিয়ে যাচ্ছেন। এসময় স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিনামুল্যে মাস্ক, সাবান ও করোনা প্রতিরোধে লিফলেট বিতরণ করেন তিনি।

এ সচেতনতামূলক কর্মকান্ডের জন্য প্রদীপ বাগচীকে সাধুবাদ জানিয়েছেন স্কুলের শিক্ষক ও অভিভাবকরা।