দেশে করোনায় আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৯ জন

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

অনলাইন ডেস্ক : গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে দেশে আরও ৪ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।গত ২৪ ঘন্টায় দেশে আরও ২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৭ জনে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক আজ রাজধানীর মহাখালীতে করোনাভাইরাস বিষয়ে এক জরুরি সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জনস (বিসিপিএস) এর সম্মেলন কক্ষে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থা/প্রতিনিধিদের সাথে করোনাভাইরাস সংক্রান্ত বিষয়ে এক জরুরি সভায় মিলিত হন।

দেশে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বেলা ২টায় স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

(বাসস)