অবশেষে সেই বৃদ্ধার বাড়িতে গেলেন ইউএনও দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০ অনলাইন ডেস্ক : “ইউয়োনো স্যার মেলা মানুষোক দ্যাচে; হামাক কোন দিন দিবে?” শিরোনামে বিভিন্ন অনলাইন প্রোটাল এ স্থানীয় সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ এর লেখা একটি স্বচিত্র রিপোর্ট গতকাল শনিবার প্রচারের পর- ইউএনও মহোদয়ের দৃষ্টিগোচর হলে অবশেষে সেই বৃদ্ধার বাড়িতে আজ রোববার বেলা সাড়ে ৯টায় সরকারি খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন নওগাঁর পতœীতলা ইউএনও মো: লিটন সরকার। করোনা ভাইরাসের কারণে সবাই যখন ঘরে, তখন শ্রমহীন মানুষদের পাশে সরকারের পাশাপশি বিভিন্ন সামাজিক কিংবা রাজনৈতিক সংগঠনের পক্ষে ত্রাণ অনেকের ঘরে পৌঁছালেও নওগাঁর পতœীতলা উপজেলার গাহন গ্রামের নিঃসন্তান বিধবা রোকেয়া বেগমের (৭০) কাছে এখনো পোঁছেনি কোন আর্থিক সাহায্য কিংবা ত্রাণ সামগ্রী। পান না কোন প্রকার সরকারি ভাতা! এমতাবস্থায় চরম বিপাকে পড়েছেন তিনি। এতে খেয়ে-না খেয়ে দিন পার করতে হচ্ছে। তিনি উপজেলার মৃত রহিম উদ্দীন অরফে ধলুর স্ত্রী ও পাটিচরা ইউনিয়নের গাহন গ্রামের চকপাড়ার বাসিন্দা। জানা যায়, মাস সাত আগে তার স্বামী মারা যান। তিনি নিঃসন্তান! বাঁশের বেড়া আর টিনের ছাউনির একটি ঘরে বসবাস। স্বামী বেঁচে থাকতে বয়স্ক ভাতার টাকা তুলে সংসারের কাজে আসতো আর্থিক উপকার। কিন্তু, বর্তমানে অচলাবস্থায় দিন কাটছে। রোকেয়া বেগম বলেন, “স্বামীর মৃত্যুর এক দিন পর ইউপি মেম্বার স্বামীর ভাতার কার্ড নিয়ে গেলেন আর বল্লেন, তোমার নামে কার্ড দেওয়া হবে। কিছু দিন পর দুই হাজার টাকা দিয়ে গেল। কিন্তু, আর কোন খবর নাই। আমি বয়সের ভারে অসুস্থ। চলাফেরা করতে পারি না। এখন আমার কি হবে? ঘরে টাকা-পয়সাও নাই-চালও নাই।” রোকেয়া বেগম কাঁদতে-কাঁদতে চোখের পানি মুছতে-মুছতে করুণ সুরে আরো জানান, “ইউয়োনো স্যার মেলা মানুষোক দ্যাচে; হামাক কোন দিন দিবে? আল্লাহ্ জানে।” Share this:FacebookX Related posts: কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করছেন ধুনটের ইউএনও সেই অন্ধ বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও ছানাউল ইসলাম অবশেষে শহীদ মিনার পেলো ঐতিহাসিক আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ফসলি জমিতে পুকুর খনন করা বন্ধ করল ইউএনও আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে হয় মাদক ছাড়তে হবে, নাহলে ঈশ্বরদীর মাটি ছাড়তে হবে-ফিরোজ কবীর ইউএনও’র গাড়ি ভাঙচুর করে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা,আহত-৪ করোনা: বাইরে যাওয়া নিষেধ, স্ত্রী’ই নরসুন্দর! আত্রাইয়ে প্রশাসনের তদারকিতে টিসিবি পণ্য বিক্রয় জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক রাণীনগরের ড্রাগন যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে বর্তমান স্বামীকে হত্যার অভিযোগে সাবেক স্বামী আটক SHARES Matched Content দেশের খবর বিষয়: অবশেষেইউএনওগেলেনসেই বৃদ্ধার বাড়িতে