করোনা ভাইরাস প্রতিরোধে র্যাব-১৪’র জনসচেতনতা মূলক কার্যক্রম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০ স্টাফ রিপোর্টার : আপনারা নিশ্চই সকলে অবগত আছেন ইতোমধ্যেই সমগ্র বিশ্বে করোনা ভাইরাস হিসেবে পরিচিত কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে এবং সবাই করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে মানুষকে নিয়মিত ভালোভাবে হাতধোয়া নিশ্চিত করার পরামর্শসহ হাঁচি-কাশির সময় নাক-মুখ ঢেকে রাখা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন।এরই ধারাবাহিকতায় র্যাব-১৪ এর আওতাধীন এলকায় বিভিন্ন স্থানে দোকান সমূহের (ফার্মেসি, কাঁচা বাজার, নিত্য প্রয়োজনীয় জিনিস) সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে কাজকর্ম করার জন্য অনুরোধ করেন। সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য বাড়ির বাইরে যাতায়াতের সময় মাস্ক ব্যবহার, হ্যান্ড গ্লাভস ব্যবহার, নিয়মিত সঠিকভাবে হাত ধৌতকরণসহ বিভিন্ন বিষয়ে প্রচারণা চালানো হয়।এছাড়াও সামাজিক দূরত্ব অধিকতর নিশ্চিত করতে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের সাথে সমন্বয় করে মোবাইল কোর্ট কার্যক্রম অব্যহত রেখেছে র্যাব-১৪। জনসাধারণকে আত্মবিশ্বাসী ও সচেতন করে গড়ে তুলেব্যক্তি ও পরিবারকে সুরক্ষিত রাখতে টহল কার্যক্রমে নিয়মিত মাইকিং করে জনগণকে সচেতন করা হচ্ছে এবং করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। ময়মনসিংহ জেলার ১৪ টি উপজেলাসহ জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় র্যাবের সচেতনতামূলক কার্যক্রম অব্যহত রয়েছে। Share this:FacebookX Related posts: গৌরীপুরে করোনা ভাইরাস প্রতিরোধে পথসভা ও লিফলেট বিতরণ ফুলপুরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিশেষ সভা অনুষ্ঠিত গৌরীপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশের সমাবেশ গৌরীপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশের সমাবেশ ধোবাউড়ায় দেড় যুগ ধরে ভাড়া ঘরে চলছে সদর ইউনিয়ন পরিষদের কার্যক্রম গৌরীপুরে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে লোকনাথ মন্দিরে প্রার্থনা সভা ধোবাউড়ায় করোনা ভাইরাস নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা গৌরীপুরে করোনা ভাইরাস সচেতনতায় মাইকিং ও লিফলেট বিতরণ ফুলপুরে করোনা ভাইরাস প্রতিরোধ নিয়ে মানবাধিকার কমিশনের মতবিনিময় গৌরীপুরে করোনা ভাইরাস সংক্রামণ ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা গৌরীপুরে করোনা ভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে রেলওয়ে স্টেশনে বেসিন নির্মান গৌরীপুর দুর্গোৎসবে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য প্রার্থনা SHARES Matched Content দেশের খবর বিষয়: করোনা ভাইরাসকার্যক্রমজনসচেতনতা মূলকপ্রতিরোধের্যাব-১৪'র