বাড়ি বাড়ি ঘুরে ত্রাণ দিচ্ছেন বোদা পৌর আওয়ামীলীগ

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে পঞ্চগড় জেলার বোদা পৌর সভায় গরীব অসহায় দুঃস্থদের মাঝে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেলপথ মন্ত্রী এ্যাডঃ মোঃ নূরুল ইসলাম সুজনের পক্ষে ত্রাণ সামগ্রী বাড়ি বাড়ি ঘুরে পৌছে দিচ্ছে বোদা পৌর আওয়ামীলীগ।

বোদা পৌর আওয়ামীলীগের সভাপতি আবু মো: ইমতিয়াজ হোসেন মির্জা সাধারণ সম্পাদক মোঃ আফছারুল ইসলাম পৌর আওয়ামীলীগের নেতা-কর্মীদের সংগে নিয়ে বোদা পৌর সভার ৯ টি ওয়ার্ডে অসহায় ও দরিদ্র মানুষদের বাড়ি বাড়ি ঘুরে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, সাবান ও আলু।