পঞ্চগড়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০

এন এ রবিউল হাসান লিটন,পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সুপারী পাড়তে গিয়ে সুপারী গাছ থেকে পড়ে সজিব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

৪ মার্চ (শনিবার) তেঁতুলিয়া উপজেলার পুরাতন বাজার এলাকায় ঘটনাটি ঘটে। নিহত কিশোর সজিব তেঁতুলিয়া উপজেলার খালপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তেঁতুলিয়া উপজেলার পুরাতন বাজার এলাকার ইউসুফ আলীর বাড়ির পাশের সুপারী গাছে সুপারী পাড়তে গিয়ে হাত ফসকে পড়ে যায় সজিব। সজিবের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ আবুল কাশেম তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।