গৌরীপুরে করোনা ভাইরাস সংক্রামণ ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০

কমল সরকার”গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুরে করোনা ভাইরাস সংক্রামণ ঠেকাতে শুক্রবার (৩এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর এর নেতৃত্বে শহরে, বালুয়াপাড়া বাজার ও রামগোপালপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বিধিনিষেধ ভঙ্গ করে দোকান খোলা রাখা ও কারণ ছাড়াই বাহিরে ঘুরাফেরা করায় কয়েকজনকে জরিমানা করে আদালত।

অপরদিকে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানাথর নেতৃত্বে সামাজিক দূরত্ব বজায় রাখা, নিষিদ্ধ দোকানপাট বন্ধ ও গনসমাগম রোধ করতে ভ্রাম্যমাণ আদালত ও অভিযান অব্যাহত রেখেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও সেঁজুতি ধরের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গৌরীপুর বাজার, গোবিন্দপুর বাজার, শ্যামগঞ্জ বাজার, ডেংগা বাজার, মনাটি বাজার, সতিষা এবং বিভিন্ন মোড়ের চায়ের সাতটি দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করেন। অপর অভিযানে অচিন্তপুর বাজার, গাগলা বাজার, পাছার বাজার, কাচারি বাজারের ৩টি দোকানে ৭ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

একই দিনে নির্বাহী ম্যাজিস্ট্রে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ১০টি দোকানে ৯হাজার ৮শ টাকা জরিমানা করেন। এছাড়া দুথজনের অভিযানে শতাধিক চায়ের দোকান অপসারণ ও গণসমাগম ভেঙ্গে দেয়া হয়।