বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০ অনলাইন ডেস্ক : দু’মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে রাজধানীর তুরাগে পোশাক শ্রমিকদের বিক্ষোভ চলছে। রোববার সকালে তুরাগের হাবিব মার্কেট এলাকায় ‘কেছুপিয়া ক্লোথিং লিমিটেড’ কারখানার প্রায় ১৪শ’ শ্রমিক কারখানার সামনে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারী শ্রমিকরা জানান, সকালে শ্রমিকরা কারখানায় যোগদান করতে গেলে গার্মেন্টসের ভেতর ঢুকতে না দিয়ে তাদের নিকট আবারও বকেয়া বেতন পরিশোধের জন্য সময় চাওয়া হয়। এ ঘোষণার পরই শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়ে। তারা গার্মেন্টসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারী শ্রমিক নাজমা জানান, গত দুই মাসের বকেয়া বেতন নিয়ে কারখানা কর্তৃপক্ষ নানা টালবাহানা করছে। এর আগেও ওই বেতনের দাবিতে আন্দোলন করা হয়েছে। সে সময় কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে একটি চুক্তি করেন। চুক্তি অনুযায়ী রোববার বেতন পরিশোধ করার কথা থাকলেও তা তারা পরিশোধ করেননি। তারা বেতন না দিয়ে গার্মেন্টস বন্ধ করে দেওয়ার পায়তারা চালাচ্ছে। আরেক শ্রমিক রহিমা আক্তার জানান, বকেয়া বেতন-ভাতার জন্য আন্দোলন আজই প্রথম নয়। কারখানা কর্তৃপক্ষ সব সময় ঝামেলা করে। আমরা কাজ করি আমাদের বেতন দিতে সমস্যা কোথায়। বাড়ি ভাড়া, খাবার খরচ না দিতে পেরে আমরা না খেয়ে মরে যাওয়ার অবস্থা। আমরা মহামারি করোনার মধ্যেও পায়ে হেঁটে সকালে কাজে যোগদান করতে আসি। যাতে করে আমাদের চাকরি চলে না যায়। আমরা যাতে আন্দোলন করতে না পারি তার জন্য সকালে গামেন্টস কর্তৃপক্ষ উত্তরা পশ্চিম থানা এবং তুরাগ থানার দুই গাড়ি পুলিশ এনে দাঁড় করিয়ে রাখে। এ বিষয়ে কারখানার জিএম সেলিমের কাছে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি। Share this:FacebookX Related posts: করোনাভাইরাস : দেশের সব বাণিজ্য মেলা বন্ধ ঘোষণা ৫০-৬০ টাকায় নামল পেঁয়াজের দাম জুন পর্যন্ত কোনো কিস্তি আদায় নয়, তবে ঋণ দেওয়া যাবে জাপানি অর্থনৈতিক অঞ্চল নির্মাণে সাড়ে ৪ হাজার বর্গফুট অফিস স্বাস্থ্যবিধি না মানলে দোকান বন্ধ : মালিক সমিতি বিকেল ৪টার মধ্যে বন্ধ করতে হবে দোকান-শপিংমল বাংলাদেশকে ৯ হাজার কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক এবার কোরবানির পশু আসবে ট্রেনে পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপ চায় বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রফতানি বন্ধের সিদ্ধান্ত ২০২০ সালে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে দেশে ঋণখেলাপি ৩ লাখ ৩৫ হাজার SHARES Matched Content অর্থ বাণিজ্য বিষয়: পোশাক শ্রমিকদেরবকেয়াবিক্ষোভবেতনের দাবিতে