আত্রাইয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের কয়সা গ্রামে পুকুরে ডুবে সোহানা আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহানা আক্তার উপজেলার শাহাগোলা ইউনিয়নের কয়সা গ্রামের সেলিমের মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে খেলাধুলার জন্য ঘর থেকে বের হয় সোহানা। পুকুর পাড়ে খেলার সময় সোহানা পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে। কিছুক্ষণ পর তার স্থানীয়রা সোহানাকে পুকুরের পানিতে ভাসতে দেখে। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেম উদ্দিন বলেন, বিষয়টি আমি শুনেছি। এবং ছোট্ট নিষ্পাপ শিশু সোহানা আক্তারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।