করোনাভাইরাসে মৃতদের জন্য চীনে নীরবতা পালন

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের স্মরণে শোক পালন করেছে চীন। শনিবার (৪ এপ্রিল) শোক পালন কর্মসূচীর শুরুতে ৩ মিনিট নীরবতা পালন করা হয়। এ কর্মসূচীর নেতৃত্ব দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। খবর জিনহুয়া নিউজ।

শনিবার চীনের স্থানীয় সময় সকালে ১০টায় শুরু হওয়া তিন মিনিট নীরবতা পালন কর্মসূচীতে যোগ দেয় গোটা চীন। এসময় বিমান হামলার সতর্কতার সাইরেন বাজানো হয় ও চীনের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের প্রতি স্মরণে পুরো চীন যেন এসময় দাঁড়িয়ে যায়।

এর আগে গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। চীনে এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ হাজার ৩০০ জনের প্রাণহানি হয়েছে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮০ হাজারের বেশি। পরে ভাইরাসটি ছড়িয়ে পড়ে বিশ্বের প্রায় সবকটি দেশে। শনিবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৯ হাজার ৩০০ জনের। আক্রান্ত ও মৃত্যুর এসব সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে।