ভারতে মার্কিন দূতাবাস কর্মকর্তা করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০

অনলাইন ডেস্ক : ভারতের দিল্লিতে মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার দূতাবাস থেকে ওই কর্মকর্তার আক্রান্তের খবর নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

তবে দূতাবাসের পক্ষ থেকে ওই কর্মকর্তার নাম, পরিচয় ও পদবির ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। এছাড়া তার শরীরে কীভাবে করোনার সংক্রমণ ঘটল সে ব্যাপারেও কিছু জানানো হয়নি।

এ বিষয়ে মার্কিন দূতাবাসের এক মুখপাত্র জানান, আক্রান্ত কর্মকর্তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার চিকিৎসার ব্যবস্থা করতে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে আক্রান্ত কর্মকর্তার নাম বা অন্যান্য তথ্য প্রকাশ করা হবে না।

প্রসঙ্গত আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৮২ জনে। মারা গেছেন ৮৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯২ জন।