ধোবাউড়ায় বাজার ফাঁকা, ত্রাণ বিতরণ অব্যাহত

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০

কামরুল হাসান ধোবাউড়া : করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দুরত্ব বজায় রাখার লক্ষ্যে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা প্রশাসন র‌্যাব-১৪ এর একটি বিশেষ টিম নিয়ে অভিযান পরিচালনা করায় উপজেলার সদর বাজার সহ সকল হাটবাজার মুহুর্তের মধ্যে ফাঁকা হয়ে যায়।

শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামানের নেতৃত্বে র‌্যাবের টিম ধোবাউড়া সদর, ঘোষগাও, দুধনই সহ ভিবিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সংবাদ ছড়িয়ে পড়লে, উপজেলার গোয়াতলা, মুন্সিরহাট হাটে আসা লোকজন দ্রুত বাজার ত্যাগ করতে দেখা যায়। এছাড়া সহকারী কমিশনার(ভুমি) কাবেরী জালালের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অব্যাহত রয়েছে। অন্যদিগে ধোবাউড়া উপজেলা পরিষদের উদ্যোগে কর্মহীন খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে।

উপজেলা চেয়রম্যান ডেভিড রানা চিসিম, উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান, অফিসার ইনচার্জ আলী আহম্মেদ মোল্লা রাস্তা ও বাড়িতে ঘুড়ে ঘুড়ে এসব ত্রাণ বিতরণ করছেন।