পঞ্চগড়ে জুটমিলের চারশত শ্রমিকে খাদ্য সামগ্রী বিতরণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০ এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলাধীন বোদা পৌরসভার সাতখামারে অবস্থিত এস এ এ জুটমিলের চারশত শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জুটমিলের চেয়ারম্যান আলহাজ্ব খাদেমুল ইসলাম ও এস এ এ জুট মিলের ব্যাবস্থাপনা পরিচালক আহনাফ সাফিউল বারি। প্রাণঘাতী করোনাভাইরাসে গোটা বিশ্বসহ বাংলাদেশও আক্রান্ত। করোনাকে ঠেকাতে সরকার সতর্কতা জারি করেছে। শিল্প কারখান বন্দ রাখায় শ্রমহীন হয়ে পরে শ্রমিকরা। মালিক পক্ষ শ্রমিকদের পাশে থেকে সহযোগিতার হাত বারিয়ে দিতে চারশত শ্রমিক কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে। এস এ এ জুটমিল চত্বরে এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মাজাহারুল হক প্রধান, আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, বোদা বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আজাহার আলী, এস এ এ জুটমিলের চেয়ারম্যান আলহাজ্ব খাদেমুল ইসলাম ও এস এ এ জুটমিলের ব্যাবস্থাপনা পরিচালক আহনাফ সাফিউল বারি প্রমুখ। Share this:FacebookX Related posts: পঞ্চগড়ে বিজিবি’র খাদ্য সামগ্রী বিতরণ পঞ্চগড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত পঞ্চগড়ে ৯০০ বিদেশ ফেরতর মধ্যে হোম কোয়ারেন্টাইনে ৯ জন পঞ্চগড়ে ত্রাণের দাবিতে মানববন্ধন পঞ্চগড়ে বেতনের টাকায় খাদ্য সামগ্রী দিচ্ছে সেনাবাহিনী পঞ্চগড়ে ত্রাণ ও অর্থ বিতরণ করলেন রেলপথ মন্ত্রী পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ১৩টি ঘরবাড়ি পুড়ে ছাই পঞ্চগড়ে ইমাম-মুয়াজ্জিনদের খাদ্য সহায়তা প্রদান পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু পঞ্চগড়ে সানি নামের এক শিশু পাওয়া গেছে পঞ্চগড়ে সবুজপাতা মোবাইল এ্যাপস এর উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী পঞ্চগড়ে ১০৫৭টি ঘর পেলো ভূমিহীন ও গৃহহীন পরিবার SHARES Matched Content দেশের খবর বিষয়: খাদ্য সামগ্রী বিতরণচারশতজুটমিলেরপঞ্চগড়েশ্রমিকে