পঞ্চগড়ে জুটমিলের চারশত শ্রমিকে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলাধীন বোদা পৌরসভার সাতখামারে অবস্থিত এস এ এ জুটমিলের চারশত শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জুটমিলের চেয়ারম্যান আলহাজ্ব খাদেমুল ইসলাম ও এস এ এ জুট মিলের ব্যাবস্থাপনা পরিচালক আহনাফ সাফিউল বারি।

প্রাণঘাতী করোনাভাইরাসে গোটা বিশ্বসহ বাংলাদেশও আক্রান্ত। করোনাকে ঠেকাতে সরকার সতর্কতা জারি করেছে। শিল্প কারখান বন্দ রাখায় শ্রমহীন হয়ে পরে শ্রমিকরা। মালিক পক্ষ শ্রমিকদের পাশে থেকে সহযোগিতার হাত বারিয়ে দিতে চারশত শ্রমিক কর্মচারীদের মাঝে খাদ‌্য সামগ্রী বিতরণ করে।

এস এ এ জুটমিল চত্বরে এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মাজাহারুল হক প্রধান, আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, বোদা বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আজাহার আলী, এস এ এ জুটমিলের চেয়ারম্যান আলহাজ্ব খাদেমুল ইসলাম ও এস এ এ জুটমিলের ব্যাবস্থাপনা পরিচালক আহনাফ সাফিউল বারি প্রমুখ।