ভালুকায় হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখার লক্ষে অসহায় নারী কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করে যাচ্ছন তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের শিল্প বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম রফিক তার নিজস্ব তহবিল থেকে শুক্রবার দিনব্যাপি ৬নং ভালুকা, ৮নং ডাকাতিয়া, ৯নং কাচিনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভালুকা ইউ.পি চেয়ারম্যান সিহাব আমিন খান, ডাকাতিয়া ইউ.পি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কাচিনা ইউ.পি চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন সহ ইউ.পি সদস্যবৃন্ধ।

হাজী রফিকুল ইসলাম রফিক বলেন, পৌরসভা সহ উপজেলা ১১টি ইউনিয়নের হতদরিদ্র অসহায় মানুষদের কাছে খাদ্য সামগ্রী পৌছে দিতেছি। মাস্ক, চাউল, ঢাউল, পেয়াজ, তৈল, সাবান সহ সাড়ে তিন হাজার পেকেট করা হয়েছে। এর মাঝে বুধবার সারা দিন ব্যাপি রাজৈ, বিরুনীয়া ও ধীতপুর ইউনিয়নে ও বৃহ¯প্রতিবার সারাদিন উথুরা, মেদুয়ারী ও হবিরবাড়ী ইউনিয়নে বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। আমাদের উপজেলায় কেউ যাতে খাবারের জন্য কষ্ট না করতে হয় সে দিকে সজাগ দৃষ্টি রাখব ইনশাল¬াহ্।