প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে আসছেন ৫ এপ্রিল

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সার্বিক পরিস্থিতিতে আগামী ৫ এপ্রিল সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করীম জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব উত্তরণের জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণার বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এক সভা হয়।

সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে বিস্তারিত জানাবেন আগামী ৫ এপ্রিল রোববার সকাল ১০ টায় গণভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে।