মুন্সীগঞ্জে ৩শ’ হিন্দু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জে করোনা ভাইরাসের কবলে কর্মহীন ৩শ’ সনাতন ধর্মলম্বী (হিন্দু) পরিবারের মাঝে এক সপ্তাহের খাবার সামগ্রী বিতরণ করেছেন সাবেক ছাত্রনেতা মাহতাব উদ্দিন কল্লোল।

বৃহস্পতিবার মুন্সীগঞ্জ পৌরসভার কালিবাড়ী এলাকায় স্থানীয় সংখ্যালঘু পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

‘সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতৃবৃন্দের ব্যানারে আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন কল্লোলের সার্বিক ব্যবস্থাপনায় (চাল, ডাল, তেল, আলু, লবণ ও পিয়াজ) এসব খাদ্যসামগ্রী পৌছে দেয় জেলা সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীরা।

শহর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোল বলেন, করোনা কারণে অসচ্ছল মানুষের দিনযাপন কষ্টকর হয়ে উঠেছে। তাই আমি ব্যক্তিগত উদ্যোগে মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় খাদ্য বিতরণ করে চলেছি। এর ধারাবাহিকায় দ্বিতীয়দিনে কালিবাড়িতে খাদ্য বিতরণ করা হলো।

কর্মসূচিতে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।