শ্বাসকষ্টে জামাইয়ের মৃত্যু, লকডাউন শ্বশুরবাড়ি

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০

অনলাইন ডেস্ক ; মেহেরপুরে বেড়াতে গিয়ে শ্বাসকষ্টে জামাইয়ের (৩৫) মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়ি লকডাউন করেছে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন। বৃহস্পতিবার সদর উপজেলার কোলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি নৌবাহিনীতে চাকরি করেন। তার বাড়ি বগুড়া। পরিবারসহ ছুটি কাটাতে ৫/৬ দিন আগে মেহেরপুরের কোলা গ্রামে শ্বশুরবাড়িতে এসেছিলেন। সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার গভীর রাতে তার মৃত্যু হয়।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস বলেন, ‘শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বাড়ি লকডাউন করা হয়েছে। আশপাশের আরও ১০ বাড়ি লকডাউন করা হয়েছে।’

তিনি বলেন, ‘এখন রোগীর স্যাম্পল সংগ্রহ করে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে তার সব রিপোর্ট পরীক্ষা করে বোঝা যায় তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন। আর তার এই শ্বাসকষ্ট অনেক আগে থেকেই।’

তিনি আরও বলেন, ‘তার সদর উপজেলায় মোট ১০৫ জনকে হোমকোয়ান্টাইনে রেখেছিলেন। ইতোমধ্যে ৯১ জনকে ছাড়পত্র দিয়েছেন। এখন ১৪ জন হোম কোয়ারেন্টানে আছেন। তবে তারা সকলেই সুস্থ আছে। এ জেলায় করোনা ভাইরাসে কেউ মৃত্যুবরণ করেনি।