দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৬১,চিকিৎসাধীন ২৯ জন

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে দেশে নতুন করে আরো পাঁচজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬১ জনে। তবে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর কেউ মারা যাননি।

শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) অনলাইনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে যুক্ত হয়ে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ জানান, এই ৬১ জনের মধ্যে ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। চিকিৎসাধীন আছেন ২৯ জন।