রংপুর মেডিক্যালে স্থাপিত হলো করোনা শনাক্তকরণ মেশিন পিসিআর দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০ অনলাইন ডেস্ক : ঢাকার বাইরে চট্রগ্রাম ও রাজশাহীর পর বৃহস্পতিবার রংপুর মেডিক্যাল কলেজেও করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষার পিসিআর মেসিন চালু করা হয়েছে। গত শনিবার করোনা ভাইরাস শনাক্ত করণ দ’ুটো মেশিন রংপুরে আনা হলেও এর সংযোজন ও কার্যক্রম চালু হলো বৃহস্পতিবার সকাল থেকে। সকাল ১০টায় কলেজের মাইক্রোবায়োলজী বিভাগে মেশিন দু’টো স্থাপন করা হয়। মেশিন দু’টো এখানে স্থাপনের ফলে রংপুর বিভাগের ৮ জেলার করোনা সংক্রান্ত রোগিদের নমুনা পরীক্ষা করা হবে । কলেজের মাইক্রোবাইলজী বিভাগের প্রধান মোস্তাকিমুর রহমান জানান, এর একটি মেশিনে পরীক্ষা শেষ করতে সাধারণত চার থেকে ছয় ঘন্টা সময় লাগবে। তবে একই সঙ্গে একটি মেশিনে ৯৬ জন রোগির নমুনা পরীক্ষা করা যাবে। অর্থাৎ দু’টো মেশিনে প্রায় ২’শ রোগির নমুনা পরীক্ষা সম্ভব হবে। বৃহস্পতিবার এ মেশিনের কার্যক্রম শুরু হলেও নমুনা পরীক্ষা করার মত কোন রোগি হাসাপাতালে না থাকায় এখনও এর কার্যক্রম শুরু হয়নি। তবে গাইবান্ধা সদর হাসপাতাল থেকে ৫ রোগির নমুনা নিয়ে একটি দল আসার কথা থাকলেও বিকালে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তারা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে পৌঁছেনি। তিনি আরও জানান, যদি কোন রোগির করোনা পরীক্ষার প্রয়োজন হয়, তবে সেজন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে হট লাইন নম্বর (০১৭১২১৭৭২৪৪) স্থাপন করা হয়েছে। এছাড়াও করোনার সেবা নিতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের ০৫২১-২১৫০ অথবা ০১৭১৮-৫৬২১৭২ এবং রংপুর মেট্রোপলিটন পুলিশ কন্ট্রোল রুমের ০৫২১-৫৭০০-৬২১৫০ অথবা ০১৭৬৯-৬৯৫৪০০ এসব নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। Share this:FacebookX Related posts: পঞ্চগড়ে ১১ জানুয়ারি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে পঞ্চগড়ে আদিবাসী পল্লীতে সেনাবাহিনীর ভ্রাম্যমান চিকিৎসা সেবা সেনাবাহিনী কর্তৃক দুস্থ্যদের মাঝে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ ঠাকুরগাঁওয়ে ভাঙ্গা ব্রীজের জন্য আট কোটি টাকার সড়কে চলাচল বন্ধ পঞ্চগড়ে পাথর উত্তোলনকে কেন্দ্র করে পুলিশ-জনতা সংঘর্ষ আটোয়ারীতে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার দিনাজপুরে জ্বর-শ্বাসকষ্টে মারা যাওয়া ব্যক্তি করোনা আক্রান্ত নন পঞ্চগড়ে ত্রাণের দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জ থেকে আসা শ্রমিকের লালমনিরহাটে করোনা শনাক্ত পঞ্চগড়ে সবুজপাতা মোবাইল এ্যাপস এর উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী কুড়িগ্রামে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার সোনাহাট স্থলবন্দরে ধর্মঘট চলছে SHARES Matched Content দেশের খবর বিষয়: করোনা শনাক্তকরণ মেশিনপিসিআরমেডিক্যালেরংপুরস্থাপিত হলো