মা-বাবার কবরের পাশে শায়িত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০ অনলাইন ডেস্ক : পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক ভুমিমন্ত্রী, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ ডিলু এমপি ঈশ্বরদীর লক্ষীকুন্ডায় নিজ গ্রামে তাঁর মা-বাবার কবরের পাশে শায়িত হলেন। এর আগে বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে বর্ষীয়ান রাজনীতিবিদ এবং পর পর পাঁচ বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য শামসুর রহমান শরীফের লাশবাহী এ্যাম্বুলেন্স পৌর শহরের আলীবর্দী সড়কের নিজ বাসভবনে এসে পৌঁছে। লাশবাহী এম্বুলেন্সটি দেখার পরই অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন। এদিকে লাশ বাড়িতে আনার পর বিপুল সংখ্যক নেতাকর্মীদের ভিড় সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হিমশিম খেয়ে যায়। সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর করোনা ভাইরাসের প্রকোপ উপেক্ষা করে বিপুল সংখ্যক আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ তাঁর বাড়িতে ভীড় জমায়। এসময় নেতাকর্মীসহ সকলের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী, রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অব অনার শেষে আসরের নামাজের পর শহরের বাসভবনের সামনে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ বাহিনীর সাথে গার্ড অনারের নেতৃত্ব দেন মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে জেলা প্রশাসক কবীর মাহমুদ এবং জেলা পুলিশ সুপার রফিকুল ইসলাম। পাবনা সদর আসনের এমপি গোলাম পারুক প্রিন্স, সংরক্ষিত মহিলা আসনের এমপি নাদিরা ইয়াসমিন জলি, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুজ্জামান বিশ্বাস, পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খানসহ অংগ সংগঠনের নের্তৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদের নের্তৃবৃন্দ, ঈশ্বরদী প্রেসক্লাবের সাংবাদিক, শিল্প ও বণিক সমিতির নের্তৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিণ্ঠানের সহস্রাধিক মানুষ এসময় উপস্থিত ছিলেন। স্বল্প পরিসরের কথা বলা হলেও প্রাণপ্রিয় এই নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে অনেক প্রচেষ্টা স্বত্বেও জনতার ভীড় সামলানো যায়নি। প্রথম জানাজা শেষে তাঁর মরদেহ তাঁর পৈতৃক নিবাস লক্ষীকুন্ডা ইউনিয়নে নেয়া হয়। কৈকুন্ডা কেন্দ্রীয় ঈদগাহে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এই জানাজা শেষে মা-বাবার কবরের পাশে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। প্রসঙ্গত: পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক ভূমিমন্ত্রী, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুর রহমান শরীফ ডিলু এমপি আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। Share this:FacebookX Related posts: সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ আর নেই আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে হয় মাদক ছাড়তে হবে, নাহলে ঈশ্বরদীর মাটি ছাড়তে হবে-ফিরোজ কবীর করোনা: বাইরে যাওয়া নিষেধ, স্ত্রী’ই নরসুন্দর! সেই অন্ধ বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও ছানাউল ইসলাম আত্রাইয়ে প্রশাসনের তদারকিতে টিসিবি পণ্য বিক্রয় আত্রাইয়ে কর্মহীনদের পাশে ‘মানবিক খাদ্য সহায়তা কেন্দ্র’ জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক রাণীনগরের ড্রাগন যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে বর্তমান স্বামীকে হত্যার অভিযোগে সাবেক স্বামী আটক অবশেষে শহীদ মিনার পেলো ঐতিহাসিক আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় আত্রাইয়ে রেলগেট থাকলেও নেই স্থায়ী গেটম্যান SHARES Matched Content দেশের খবর বিষয়: কবরের পাশেমা-বাবারশামসুর রহমান শরীফশায়িতসাবেক ভূমিমন্ত্রী