৯ এপ্রিল পর্যন্ত বিপণি-বিতান ও শপিংমল বন্ধ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০ অনলাইন ডেস্ক : করোনার কারণে ৯ এপ্রিল পর্যন্ত দোকানপাট, বিপণি-বিতান ও শপিংমল বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার, মুদি দোকান, সুপারশপ ও ওষুধের দোকান খোলা থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। বৃহস্পতিবার (২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে । সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের ঘোষণা অনুযায়ী করোনাভাইরাস সংক্রমণ রোধে ৯ এপ্রিল পর্যন্ত সারাদেশের দোকানপাট ও বিপণি-বিতান বা শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। তারা সব দোকান মালিক ও কমর্চারীদের ঘরে অবস্থানের অনুরোধ জানান। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারি ছুটি বাড়ানোর সিদ্ধান্তের একদিন পর এ সিদ্ধান্ত নিল ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। করোনার কারণে প্রথমে দোকান মালিক সমিতি ২৫-৩১ মার্চ পর্যন্ত দোকানপাট ও বিপণি-বিতান বন্ধ রাখার ঘোষণা দেয়। পরে সেটি ৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। আজ তৃতীয় দফায় ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিল সমিতি। এছাড়া করোনা মোকাবিলায় সরকার আবারো নতুন কোনো সিদ্ধান্ত নিলে তা মেনে চলার কথাও জানিয়েছে দোকান মালিক সমিতি। Share this:FacebookX Related posts: করোনাভাইরাস : দেশের সব বাণিজ্য মেলা বন্ধ ঘোষণা ৫০-৬০ টাকায় নামল পেঁয়াজের দাম জুন পর্যন্ত কোনো কিস্তি আদায় নয়, তবে ঋণ দেওয়া যাবে জাপানি অর্থনৈতিক অঞ্চল নির্মাণে সাড়ে ৪ হাজার বর্গফুট অফিস স্বাস্থ্যবিধি না মানলে দোকান বন্ধ : মালিক সমিতি বিকেল ৪টার মধ্যে বন্ধ করতে হবে দোকান-শপিংমল বাংলাদেশকে ৯ হাজার কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক এবার কোরবানির পশু আসবে ট্রেনে পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপ চায় বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রফতানি বন্ধের সিদ্ধান্ত ২০২০ সালে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে দেশে ঋণখেলাপি ৩ লাখ ৩৫ হাজার SHARES Matched Content অর্থ বাণিজ্য বিষয়: ৯ এপ্রিল পর্যন্তবিপণি-বিতানশপিংমল বন্ধ