সাপাহারে করোনা প্রতিরোধে সামাজকি দূরত্ব বজায় রাখতে পুলিশের কঠোর অবস্থান

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০

নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে সারাদেশের ন্যায় করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও বিনা কারনে বাড়ি থেকে বের হয়ে আসা সাধারন মানুষকে ঘরমুখী করতে নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম)রকিবুল আক্তারের নেতৃত্বে সাপাহার থানার পুলিশ সদস্যদের সাথে নিয়ে জনসমাগম রুখতে সকাল থেকে নিরলস ভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন পুলিশ।

সরেজমিন ঘুরে দেখা গেছে,নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) রকিবুল আক্তারের নেতৃত্বে সকাল থেকে উপজেলার মানুষকে ঘরে ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। যারা বিনা কারনে বাড়ি থেকে বের হয়েছেন তাদের কাছে জবাবদিহি নিয়ে তাদের হোমকরান্টাইনে থাকার পরামর্শ প্রদান করে চলেছেন পুলিশের চৌকস্ টিম। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারি নির্দেশনা মেনে চলার কথা বলেন। বিনা কারনে বাড়ির বের না হওয়ার পরামর্শ প্রদান করেন,মহামারি করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে হলে সময় থাকতে সচেতন হই,সকল সরকারি ঘোষনা মেনে চলি ।

এসময় উপজেলার বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে পুলিশের সচেতনতা মূলক প্রচারণায় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সহকারি পুলিশ সুপার গোলাম রব্বানী, সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল হাই নিউটন,তদন্ত ওসি মনিরুল ইসলাম সহ সকল পুলিশ সদস্যরা।