দোয়ারাবাজারে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর মৃত্যু

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০

অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের দোয়ারাবাজারে হোম কোয়ারেন্টাইনে থাকা এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার জালালপুর এলাকায় নিজ বাড়িতেই তিনি মারা যান। গত ১৭ মার্চ তিনি ওমান থেকে দেশে আসেন। ওই দিন থেকে প্রশাসনের নির্দেশে তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, ‘ওই ব্যক্তির বয়স ৪৯ বছর। পরিবারের ভাষ্য অনুযায়ী সকাল ৭টায় পেট ব্যথার কথা বলেছিলেন তিনি। পরে বাড়িতেই তিনি মারা যান। হাসপাতালেও তাকে নিয়ে আসেননি স্বজনরা।’

তিনি আরও বলেন, ‘যেহেতু হোম কোয়ারেন্টাইনের সময় পেরিয়ে যাওয়ার পরও তিনি ঘরে ছিলেন এ জন্য তার নমুনা সংগ্রহ করার উদ্যোগ নিয়েছি। পারিবারিকভাবে লাশ দাফন না করার জন্য বলেছি।’