সাধারণ ছুটিতে ব্যাংক লেনদেনের সময়সূচি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০ অনলাইন ডেস্ক : সরকার ঘোষিত সাধারণ ছুটিতে সীমিত আকারে ৩ ঘন্টা ব্যাংক লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে। এর আগে লেনদেনের সময় দুই ঘন্টা ছিলো। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়েছে, সীমিত আকারে হলেও আগের চেয়ে এক ঘণ্টা বেশি লেনদেন হবে। অর্থাৎ এই ছুটির সময়ে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ ঘণ্টা ব্যাংক লেনদেন হবে। আগে এ সময় ছিল ২ ঘণ্টা। বাংলাদেশ ব্যাংক বলছে, আগামী ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত দৈনিক ব্যাংকিং লেনদেনের সময়সূচি সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। এক্ষেত্রে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট শাখা ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ বিকাল ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে। এতে আরও বলা হয়েছে, গ্রাহকের প্রয়োজনে নগদ অথবা চেকের মাধ্যমে অর্থ জমা ও উত্তোলনের পাশাপাশি ডিডি অথবা পে-অর্ডার ইস্যু, ট্রেজারি চালান জমাসহ বাংলাদেশ ব্যাংকের চালু রাখা বিভিন্ন পেমেন্ট সিস্টেমে, অথবা ক্লিয়ারিং ব্যবস্থার আওতাধীন অন্যান্য লেনদেন সুবিধা প্রদান নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে উল্লেখ করা আছে, এটিএম ও কার্ডের মাধ্যমে লেনদেন চালু রাখার সুবিধার্থে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নোট সরবরাহসহ সার্বক্ষণিক চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে। Share this:FacebookX Related posts: ১০ জানুয়ারি বাণিজ্য মেলা বন্ধ রাখার অনুরোধ জানাব : স্বরাষ্ট্রমন্ত্রী গৃহঋণের পরিমাণ বেড়ে দ্বিগুণ বসুন্ধরার বিটুমিন প্ল্যান্ট নিয়ে আমরা আনন্দিত : অর্থমন্ত্রী করোনাভাইরাস : দেশের সব বাণিজ্য মেলা বন্ধ ঘোষণা ৫০-৬০ টাকায় নামল পেঁয়াজের দাম জুন পর্যন্ত কোনো কিস্তি আদায় নয়, তবে ঋণ দেওয়া যাবে জাপানি অর্থনৈতিক অঞ্চল নির্মাণে সাড়ে ৪ হাজার বর্গফুট অফিস ফ্লাইট অপারেশন চার্জ মওকুফ চায় এয়ারলাইন্সগুলো স্বাস্থ্যবিধি না মানলে দোকান বন্ধ : মালিক সমিতি বিকেল ৪টার মধ্যে বন্ধ করতে হবে দোকান-শপিংমল বাংলাদেশকে ৯ হাজার কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক এবার কোরবানির পশু আসবে ট্রেনে SHARES Matched Content অর্থ বাণিজ্য বিষয়: ব্যাংকলেনদেনেরসময়সূচিসাধারণ ছুটিতে