ছুটির আওতার বাইরে থাকছে কৃষি-খাদ্য-শিল্পপণ্য পরিবহন-বিক্রি

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২০

অনলাইন ডেস্ক : দেশে করোনাভাইরাসের বিস্তার রোধে ঘোষিত সাধারণ ছুটি আরও ৭ দিন বাড়িয়েছে সরকার। ৪ এপ্রিলের স্থলে আগামী ১১ এপ্রিল পর্যন্ত ছুটি বর্ধিত করা হয়েছে।

তবে নতুনভাবে বর্ধিত এ ছুটির আওতার বাইরে থাকবে- কৃষিপণ্য, সার, কীটনাশক, খাদ্য, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জামাদি, জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন ও বিক্রি।

ছুড়ি বাড়ানোর প্রজ্ঞাপনে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটি বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়।

আদেশ অনুযায়ী, আগামী ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি থাকবে । এর সঙ্গে দুদিন (১০ ও ১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি এর সঙ্গে যুক্ত হয়েছে। তাই ছুটি থাকছে ১১ এপ্রিল পর্যন্ত।

প্রথম ধাপের (২৬ মার্চ থেকে ৪ এপ্রিল) ছুটির আদেশে এ সব বিষয় ছুটির আওতাবহির্ভূত বলে উল্লেখ করা হয়নি। তাই ছুটির মধ্যে কৃষিপণ্য, সার, কীটনাশক, খাদ্য, শিল্প পণ্য পরিবহন ও বিক্রির ক্ষেত্রে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা দেয়ার অভিযোগ উঠেছে।

বর্ধিত ছুটির আদেশে বলা হয়, জরুরি পরিষেবার (বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট ইত্যাদি) ক্ষেত্রে ছুটি প্রযোজ্য হবে না। কৃষিপণ্য, সার, কীটনাশক, খাদ্য, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জামাদি, জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান ও হাসপাতাল এ ছুটির আওতাবহির্ভূত থাকবে। জরুরি প্রয়োজনেও অফিস খোলা রাখা যাবে।

প্রয়োজনে ওষুধ শিল্প, উৎপাদন ও রফতানিমুখী শিল্প কারখানা চালু রাখতে পারবে।

স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বুধবারের তথ্য অনুযায়ী, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন একজন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে। ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন মোট ২৬ জন। আর মৃত্যু হয়েছে ৬ জনের।