বিশ্বব্যাপী ৪২ হাজারেরও বেশি প্রাণ গেলো করোনায় দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০ অনলাইন ডেস্ক : বিশ্বব্যাপী ৪২ হাজার ১৫৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৫৮ হাজার ৮৯২ জন। এর মধ্যে ১ লাখ ৭৮ হাজার জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, মৃতের হিসাবে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ১২ হাজার ৪২৮। আর আক্রান্ত হয়েছেন এক লাখ ৫ হাজার ৭৯২ জন। মৃতের হিসাবে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে মৃতের সংখ্যা ৮ হাজার ৪৬৪। মোট আক্রান্তের সংখ্যা ৯৫ হাজার ৯২৩। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৮৮ হাজার ৫৭৮ জনের শরীরে নভেল করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৩ হাজার ৮৯০ জন এ ভাইরাসের কারণে প্রাণ হারিয়েছেন। সুস্থ্য হয়েছেন ৭ হাজার ২৫১ জন। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চীনে। দেশটিতে আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৫১৮ জন। এর মধ্যে ৩ হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে। তবে চীনের বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপনের অভিযোগ রয়েছে। উহানের একজন স্বেচ্ছাসেবী বলেন, ‘বুদ্ধি-বিবেচনাসম্পন্ন যেকোনও মানুষ এই সংখ্যা (সরকারি পরিসংখ্যান) সন্দেহ প্রকাশ করবে।’ Share this:FacebookX Related posts: করোনায় বিশ্বব্যাপী প্রাণহানী ৪৭ হাজার ছাড়ালো করোনায় বিশ্বব্যাপী প্রাণহানী ৬৫ হাজার ছুঁইছুঁই বিশ্বব্যাপী করোনায় প্রাণ গেলো ৬৯ হাজারেরও বেশি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৮০,০০০ ছাড়িয়েছে করোনায় বিশ্বব্যাপী প্রাণ হারালো ৯৫ হাজারেরও বেশি করোনায় বিশ্বব্যাপী প্রাণহানী ছাড়ালো দু’লাখ বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত প্রায় ৩০ লাখ করোনায় বিশ্বব্যাপী প্রাণহানী ছাড়াল আড়াই লাখ করোনায় বিশ্বব্যাপী আক্রান্ত ৩৮ লাখ করোনায় বিশ্বব্যাপী মৃত ২ লাখ ৮৩ হাজার, আক্রান্ত ৪১ লাখ করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে বিশ্বব্যাপী সুস্থ হয়ে ফিরলেন ৬৪ লক্ষাধিক SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ৪২ হাজারেরও বেশিপ্রাণ গেলো করোনায়বিশ্বব্যাপী