মৃত্যুর সংখ্যায় চীনের রেকর্ড ভাঙ্গলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃত্যুর দিক থেকে চীনকে ছাড়ালো যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন অন্তত ৭৭০ জন। এখন পর্যন্ত এটাই দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ লাখ ৮৮ হাজার ৫৭৮ জনের শরীরে নভেল করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৩ হাজার ৮৯০ জন এ ভাইরাসের কারণে প্রাণ হারিয়েছেন। সুস্থ্য হয়েছেন ৭ হাজার ২৫১ জন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য আগামী দুই সপ্তাহ অত্যন্ত কঠিন হতে চলেছে। আমি চাই এর জন্য সবাই প্রস্তুত থাকুক। তিনি বলেন, আশার কথা হচ্ছে যেভাবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, টানেলের শেষপ্রান্তে হয়তো কিছুটা আশার আলো দেখতে পাবো। তবে এই দুই সপ্তাহ খুবই কষ্টাদায়ক হতে যাচ্ছে।

এদিকে, স্পেন, যুক্তরাজ্য ও ফ্রান্সেও লাফিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। বিশ্বজুড়ে ৮ লাখ ৫৮ হাজার ৮৯২ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৭৮ হাজার জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ৪২ হাজার ১৫৮ জন।