ফুলপুরে চা বিক্রেতাদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০

শাকিব মিয়া,ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়ন এর ১০০ জন চা বিক্রেতাদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।

সরকারি নির্দেশ অনুযায়ী সকল চা এর দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু সেই নিম্ন আয়ের মানুষ গুলো তাদের দোকান বন্ধ থাকায় পরিবার চালাতে অক্ষম হয়ে পড়েছে। কারণ তাদের আয়ের একমাত্র উৎস ছিল এই দোকান।

তাদের এই দুর্দশার কথা শুনে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম আজ সকাল ১১ টার সময় বালিয়া ইউনিয়ন পরিষদে ১০০ জন চা বিক্রেতার মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদ সরকার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।