সাধারণ ছুটি বাড়লো ১১ এপ্রিল পর্যন্ত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০ অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণরোধে সাধারণ ছুটি আগামী ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর শুক্র ও শনিবার দু’দিন সাপ্তাহিক ছুটির দিন থাকায় ছুটি গড়াচ্ছে ১১ এপ্রিল পর্যন্ত। এ ব্যাপারে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘ছুটির বিষয়টি প্রধানমন্ত্রী ক্লিয়ার করেছেন। তার ঘোষণা অনুযায়ী আগামী ৬ থেকে ৯ এপ্রিল ছুটি থাকবে। ছুটি ঘোষণার প্রজ্ঞাপনটি আজ কিংবা কালকের মধ্যে জারি হবে।’ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আপনারা তো জানেন, মাননীয় প্রধানমন্ত্রী ছুটির বিষয়ে জানিয়েছেন। এ বিষয়ে শিগগিরই জানতে পারবেন।’ Share this:FacebookX Related posts: ঢাকায় ১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি সাধারণ ছুটি বাড়ছে ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি আর বাড়ছে না ‘রেড জোন’ এলাকায় থাকবে সাধারণ ছুটি গাইবান্ধা-৩, বাগেরহাট-৪, ঢাকা-১০ আসনের উপনির্বাচন ২১ মার্চ পোপ ফ্রান্সিসের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ গণস্বাস্থ্য কেন্দ্রের কিট হস্তান্তর বাংলাদেশকে এক লাখ হাইড্রোক্সিক্লোরোকুইনসহ করোনা সামগ্রী দিল ভারত যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল আর নেই দেশের ১২ অঞ্চলে আজ ঝড়বৃষ্টি হতে পারে স্বতন্ত্র প্রার্থী আগামীতে নৌকার মনোনয়ন পাবেন না: ওবায়দুল কাদের চুক্তি অনুযায়ী যথাসময়ে ভ্যাকসিন পাবে বাংলাদেশ : তথ্যমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: ১১ এপ্রিল পর্যন্তবাড়লোসাধারণ ছুটি