গৌরীপুরে হতদরিদ্রদের মাঝে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ শুরু

প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২০

কমল সরকার,গৌরীপুর : করোনা সংকট মোকাবেলায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে সরকারের ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসন ও পরিষদের যৌথ উদ্যোগে পৌর এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণে অংশ নেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর, পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা জানান, এ উপজেলায় করোনা সংকট মোকাবেলায় ১০ মেঃ টন চাল ও ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এ বরাদ্দের ত্রাণ সামগ্রী দুই হাজার মানুষের মাঝে নিতরণ করা হবে বলে তিনি জানান।