বিরামপুরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০

জাকিরুল ইসলাম বিরামপুর দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলায় করোনা ভাইরাস উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জোতবানী ইউনিয়নের তফসি গ্রামের বাসিন্দা।

সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃত্যুর সময় তাহের উদ্দিনের সর্দি-জ্বর ও শ্বাসকষ্ট হচ্ছিল। আমরা পুরোপুরিভাবে নিশ্চিত নই যে, তিনি করোনায় মারা গেছেন।

তাহের উদ্দিন কুমিল্লা জেলায় ইতালিফেরত প্রবাসীর বাড়িতে কাজ করতেন। সম্ভবত সেখান থেকেই তিনি করোনা আক্রান্ত হতে পারেন। আমরা স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) বিষয়টি জানিয়েছি এবং মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করছি। এছাড়া মৃত্যু পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিন এর পাশাপাশি আশেপাশের ৪০টি বাড়িকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলেছি।