করোনাভাইরাসে প্রতি মিনিটে মারা যাচ্ছে ৪ জন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২০ অনলাইন ডেস্ক : প্রাণঘাতি করোনাভাইরাসে বিশ্ব প্রতি মিনিটে গড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ওয়ার্ল্ডমিটারের তথ্য বিশ্লেষণ করে রোববার (২৯ মার্চ) দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সংখ্যা জানা যায়। এদিন দুপুর ১টায় করোনাভাইরাসে বিশ্বের বিভিন্ন দেশে মোট মৃতের সংখ্যা ছিল ৩০ হাজার ৮৯০ জন। আর রাত ১০টায় সর্বশেষ তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫৫০ জনে। গত ৯ ঘণ্টায় এ রোগে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ১৪৪ জনের। অর্থাৎ প্রতি মিনিটে মৃত্যুর সংখ্যা প্রায় ৪ জন। এছাড়া দুপুর ১টায় করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল ৬ লাখ ৬৪ হাজার ৫৯০ জন। ৯ ঘণ্টার ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৯১ হাজার ৪৯৪ জন। সে হিসেবে প্রতি মিনিটে করোনাভাইরাসে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা প্রায় ৫০ জন। প্রসঙ্গত চীনের উহান প্রদেশ থেকে গত বছরের শেষের দিকে করোনাভাইরাসের উৎপত্তি। এরপর এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৯৯টি দেশে। প্রাণঘাতি এ রোগ থেকে নিস্তার পেতে বিশ্বের বিভিন্ন দেশ ও এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। এ মাসের প্রথম দিকে বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত বাংলাদেশে ৫ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ জন। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। Share this:FacebookX Related posts: করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩শ ছাড়িয়েছে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৫৬৩, আক্রান্ত ২৮০১৮ করোনাভাইরাসে মৃত্যুর মিছিলে সংখ্যা বেড়ে ২১২০ করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৪৬২ করোনাভাইরাসে ইরানের সাবেক রাষ্ট্রদূতের মৃত্যু চীনে নতুন করে করোনাভাইরাসে ২৭ জনের মৃত্যু ফ্রান্সে করোনাভাইরাসে ১৬-বছরের বালিকাসহ ৩৬৫ জনের মৃত্যু বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর শতকরা ৭০ ভাগ ইউরোপে করোনাভাইরাসে মৃতদের জন্য চীনে নীরবতা পালন করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৮০,০০০ ছাড়িয়েছে ফ্রান্সের আইসিইউতে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হ্রাস করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: করোনাভাইরাসেপ্রতি মিনিটেমারা যাচ্ছে ৪ জন