গলাচিপায় করোনা সচেতনতায় র্যাবের বিশেষ টহল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০ অনলাইন ডেস্ক : করোনা সচেতনতায় গলাচিপায় মাঠ পর্যায়ে বিশেষ টহল পরিচালনা করে র্যাব -৮ সদস্যরা। রবিবার (২৯ শে) মার্চ বেলা ১২ টার দিকে উপজেলার পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বাজার এলাকায় মাইকিং করে এবং জনসাধারন কে নিজ নিজ বাড়িতে থাকার অবস্থান জানান। এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ রাখার জন্য ও অনুরোধ জানান তারা। র্যাব ৮ পটুয়াখালী ক্যাম্প এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, প্রয়োজন ছাড়া কেউ বাহিরে নামবেন না, সামাজিক দুরত্ব বজায় রেখে চলুন, একসাথে বেশি মানুষ চলাচল করা যাবে না, প্রতিনিয়ত সাবান দিয়ে হাত পরিস্কার করুন এবং বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পড়ুন। তিনি আরো বলেন, এটা একটা যুদ্ধ আর এই যুদ্ধে আমাদের জয়ী হতে হলে যার যার নিজ থেকে সচেতন হতে হবে। র্যাবের এই বিশেষ টহল অব্যাহত থাকবে বলে জানান তিনি। Share this:FacebookX Related posts: করোনা সচেতনতায় হাত ধুয়ে পৌরসভায় প্রবেশ বড়াইগ্রাম-গুরুদাসপুরে করোনা সচেতনতায় সাংসদ কুদ্দুসের মাইকিং করোনা : আগৈলঝাড়ায় কর্মহীন দুঃস্থদের এমপি হাসানাতের খাদ্য সহায়তা করোনা উপসর্গ নিয়ে ভোলায় দুই যুবক আইসোলেশনে গলাচিপায় হাতে নাতে ভুয়া ডাক্তার আটক বাউফলে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ গলাচিপায় মানব পাচারকারী চক্রের সদস্য আটক গলাচিপায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার নববধূ চম্পা হত্যা মামলার অন্যতম নারী আসামি আটক করোনা: বাইরে যাওয়া নিষেধ, স্ত্রী’ই নরসুন্দর! মির্জাগঞ্জে ১৭ বছরেও হয়নি কমিটি, নেতৃত্বশূন্য ছাত্রদল কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত SHARES Matched Content দেশের খবর বিষয়: করোনাগলাচিপায়র্যাবের বিশেষ টহলসচেতনতায়