গৌরীপুরে ওসি’র উদ্দ্যোগে দরিদ্রদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০

কমল সরকার, গৌরীপুুর : ময়মনসিংহের গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন খান ব্যাক্তি উদ্যোগে অসহায়, বিধবা, দিনমজুর খেটে খাওয়া ৫০ জন মানুষের মাঝে (২৯ মার্চ) থানার অভ্যন্তরে ও পৌর শহরের পূর্বদাপুনিয়া, কালীপুর দৈনিক বাজার মোড়ে ত্রান সামগ্রী বিতরন করেন। ত্রান সামগ্রীর মাঝে ছিল চাউল,তৈল ডাল,পিয়াজ, মরিচ।

তিনি ত্রান সামগ্রী বিতরন কালে সাংবাদিকদের বলেন আমার যতুটুকু সামর্থ্য তা বিতরণ করার চেষ্টা করছি। এ ক্ষেত্রে তিনি অসহায়দের পাশে সমাজের বিত্তবান মানুষদের দাড়ানোর জন্য সবিনয় আহবান জানিয়েছেন।