চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যেগে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০ ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকে : করোনাভাইরাস আতঙ্কের কারণে কর্মহীন হওয়া চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১২ হাজার ৩০০ পরিবারকে খাদ্য ও অর্থ সহায়তা দেবে জেলা প্রশাসন। রোববার (২৯ মার্চ) সকাল ৯টায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নুরুল হক জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ টি উপজেলার ৪৫ টি ইউনিয়ন ও ৪ টি পৌরসভার ১২ হাজার ৩০০ পরিবারকে ১২৩ মেট্রিকটন চাউল সহায়তা দেওয়া হবে। জেলা প্রশাসন জানায়, সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ৩ হাজার কর্মহীন পরিবারকে ৩০ মেট্রিকটন, শিবগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়নের ৩ হাজার পরিবারকে ৩০ মেট্রিকটন, গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়নের দেড় হাজার পরিবারকে ১৫ মেট্রিকটন, নাচোল উপজেলার ৪ টি ইউনিয়নের ১ হাজার পরিবারকে ১০ মেট্রিকটন, ভোলাহাট উপজেলার ৪ টি ইউনিয়নের ১ হাজার পরিবারকে ১০ মেট্রিকটন চাউল সহায়তা দেয়া হবে। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ হাজার নিজ পরিবারকে ১০ মেট্রিকটন, শিবগঞ্জ পৌরসভার ৮০০ কর্মহীন পরিবারকে ৮ মেট্রিকটন, নাচোল পৌরসভার ৫০০ পরিবারকে ৫ মেট্রিকটন এবং রহনপুর পৌরসভার ৫০০ পরিবারকে ৫ মেট্রিকটন, জেলায় সর্বমোট ১২৩ মেট্রিকটন চাউল সহায়তা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী এরই মধ্যে বিতরণের কাজ শুরু হয়েছে বলে জানান জেলা প্রশাসক। জেলা প্রশাসক বলেছেন, আপাতত এসব সহায়তা সরকারের তরফ থেকে পাওয়া গেছে। প্রতিটি উপজেলা প্রশাসনের মাধ্যমে এগুলো বিতরণ করা শুরু হয়েছে। আরো সহায়তা পাওয়া গেলে তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। Share this:FacebookX Related posts: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে শফি আনসারী বিজয়ী চাঁপাইনবাবগঞ্জের ২ পুলিশ সদস্য পেলেন বিপিএম পুলিশ পদক চাঁপাইনবাবগঞ্জে চুরি যাওয়া ল্যাপটপসহ দুই ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা মেয়ে নিহত চাঁপাইনবাবগঞ্জে জিআর মামলার পলাতক আসামি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ১ ব্যক্তির মৃত্যুদন্ড চাঁপাইনবাবগঞ্জে নিজ বন্দুক দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত-২ চাঁপাইনবাবগঞ্জ শাহ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে পিঠা উৎসব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিরল প্রজাতির হরিণ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বনলতা এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের আবারও প্রসংশনীয় উদ্যোগ SHARES Matched Content দেশের খবর বিষয়: উদ্যেগেখাদ্য ও অর্থ সহায়তা প্রদানচাঁপাইনবাবগঞ্জজেলা প্রশাসনের