পঞ্চগড়ে ৪র্থ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে রিতু আক্তার (১৩) নামে ৪র্থ শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

দেবীগঞ্জ উপজেলার ৯নং দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট চুলিয়ারমোড় নামক এলাকায় শনিবার রাতে এ ঘটনা ঘটে। রিতু আক্তার সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী এবং চুলিয়ারমোড় গ্রামের আমিনুর ইসলামের ২য় কন্যা।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় রিতুর মা রিতুকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বকাঝকা করে। এতে রিতু আক্তার মায়ের উপর অভিমান করে নিজ শয়ন কক্ষে বাড়ির সকলের অগোচরে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের স্বরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার ৪র্থ শ্রেণির ছাত্রী রিতু আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন।