গৌরীপুরে করোনা সংকট মোকাবেলায় এমপি’র খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০

কমল সরকার,গৌরীপুর : করোনা সংকটে ময়মনসিংহের গৌরীপুরে স্থানীয় এমপি প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদের উদ্যোগে শতাধিক হতদিরদ্রের মাঝে খাদ্যসমাগ্রী চাল, ডাল, আটা ও তেল বিতরণ করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) রাস্তায় ঘুরে ঘুরে হতদরিদ্র স্থানীয় নারী-পুরুষের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতা-কর্মীরা।
রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বলেন, করোনা সংকট মোকাবেলায় তিনি এ উপজেলার প্রতিটি ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ করবেন।