গজারিয়ায় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষা থাকার লক্ষ্যে এলাকার সুবিধাবঞ্চিত মানুষ ও শহীদ পরিবারের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মহিউদ্দিন ঠাকুরের উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামের বাড়ী বাড়ী গিয়ে ৬শত ব্যক্তিকে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক এবং স্বাস্থ্য সচেতনমূলক লিফলেট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, গজারিয়া ইউপি চেয়ারম্যান আবু তালেব ভূইয়া, গজারিয়া থানার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: এমারত হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।

অপরদিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-আমিন প্রধানের ব্যক্তিগত উদ্যোগে এলাকার প্রায় ৩শত সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদীর তথ্য মতে হোমকোয়ারেন্টাইনে ছিলেন, ৮৭ জন। তবে ১৪ দিন অতিবাহিত হওয়ার পর বর্তমান হোমকোয়ারেন্টাইনে আছেন ৩৯ জন।