করোনায় আক্রান্ত হলেন রানি ২য় এলিজাবেথ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০ করোনায় আক্রান্ত হলেন রানি ২য় এলিজাবেথ অনলাইন ডেস্ক : চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সে সঙ্গে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এ ভাইরাস এখন বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসে এবার ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ আক্রান্ত হয়েছেন। বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। ব্রিটেনের রাজপরিবার এমনকি পুরো দেশের জন্যই এটা খুব আতঙ্কের খবর। ইউসিআর ওয়ার্ল্ড নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রানির শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে। এর আগে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসও করোনায় আক্রান্ত হয়েছেন বলে রাজপরিবারের তরফ থেকে নিশ্চিত হওয়া গেছে। অপরদিকে, দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনও করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের করোনাভাইরাসে আক্রান্তের ঘটনা সাধারণ মানুষের মধ্যে আরও বেশি উদ্বেগ আর উৎকণ্ঠার জন্ম দিয়েছে। Share this:FacebookX Related posts: ইরানে করোনায় নতুন করে আক্রান্ত-মৃত্যু নেই, সুস্থ ৭৯১৩ ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৯ মালয়েশিয়ায় করোনায় নতুন করে ৮ জনের মৃত্যু করোনায় বিশ্বব্যাপী প্রাণ হারালো ৯৫ হাজারেরও বেশি করোনায় বিশ্বে প্রাণ গেল এক লাখ ৩৪ হাজার ৬১৫ জনের ভারতে করোনায় আক্রান্ত বেড়ে ১৪৩৭৮, মৃত্যু ৪৮০ করোনায় আফ্রিকায় ১ লাখ ৯০ হাজার লোকের মৃত্যু হতে পারে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা যুক্তরাষ্ট্রে করোনায় হাইড্রোক্সিক্লোরোকুইনের অনুমোদন প্রত্যাহার করোনায় ভয়াবহ অক্সিজেন সংকট ভারতে যুক্তরাষ্ট্রে ৩ লাখ স্কুল শিক্ষার্থী করোনায় আক্রান্ত যুক্তরাষ্ট্রে করোনায় প্রতি হাজারে একজনের মৃত্যু স্কুল খোলার পর ভারতে ১৮৯ শিক্ষার্থী করোনায় আক্রান্ত SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: আক্রান্ত হলেনকরোনায়রানি ২য় এলিজাবেথ